
প্রকাশিত: Mon, Dec 4, 2023 11:53 PM আপডেট: Fri, May 9, 2025 7:48 PM
[১] বুধবার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি [২]আওয়ামী লীগের আশা এখন দুরাশায় পরিণত হয়েছে: রিজভী
রিয়াদ হাসান: [৩] বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মনোনয়ন নিয়ে কামড়া-কামড়ি শুরু হয়েছে। যারা এইসব দোকান থেকে মনোনয়ন কিনেছিল তাদের অধিকাংশই জমা দেয়নি। আর যাদের এমপি বানানোর মুলো দেখানো হয়েছিল তারাও ঘুরছে নিরাশায়। আসলেও তাদের আশায় গুড়েবালি।
[৪] সোমবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।
[৫] বিএনপির এই মুখপাত্র বলেন, পুলিশ আতঙ্কে দেশের ২ কোটি মানুষ ঘর-বাড়ি ছেড়ে বিভিন্ন এলাকায় নিমিষে উদ্বাস্তুতে পরিণত হয়েছে, এরা ফেরারী জীবন-যাপন করছে। এলাকায়-এলাকায় অপ্রকাশ্য উদ্বাস্তু ক্যাম্প গড়ে উঠেছে। গত দুই মাসে প্রায় ২০ হাজার মুক্তিকামী জনতাকে কারাগারে বন্দি করা হয়েছে। বন্দি নির্যাতনের নেপথ্যে কাহিনী অবর্ণনীয়, এগুলো হচ্ছে চিকিৎসা না দিয়ে হত্যা, অসুস্থ বন্দিকে হাত-পায়ে শিকল পরিয়ে কারা হাসপাতালের ফেলে রাখা, ছোট্ট সেলে ধারণ ক্ষমতার তিনগুণ বন্দিকে গ্যাস চেম্বারের ন্যায় নিগৃহীত করা। অত্যাচারে কাশিমপুর কারাগারে ৬ দিনের ব্যবধানে বিএনপির দুই নেতার মৃত্যু হয়েছে।
[৬] কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, আমাদের অবরোধ কর্মসূচি চলছে। একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৬ ও ৭ ডিসেম্বর অর্থাৎ বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। অবরোধ কর্মসূচি ছাড়াও আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সেদিন গুম-খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের উদ্যোগে ঢাকাসহ সারাদেশের জেলা সদরে মানবন্ধনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।
[৭] গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, আহত, মামলা ও আসামীর সংখ্যা তুলে ধরে রিজভী জানান, এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৩৫৫ জন নেতাকর্মীকে, আহত হয়েছে ৭০ জন এবং মামলা দায়ের করা হয়েছে ১৪টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১২৬৫ জন নেতাকর্মীকে। সম্পাদনা : সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
